জীবননগরে কথিত বিএনপি নেতাদের হামলার শিকার সাংবাদিক

- আপডেট সময় : ১১:৫৬:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪ ১৭৪ বার পড়া হয়েছে

মোঃ আসাদুজ্জামান আসাদ,চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-
প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যাওয়ার পর জীবননগরে হঠাৎ করে চাঁদাবাজি ও সাংবাদিকদের ওপর হামলা শুরু হয়েছে। এই হামলাকারীদের মধ্যে মাদক ব্যবসা ও চাঁদাবাজির সঙ্গে জড়িত এমন কয়েকজনের নাম উঠে এসেছে। এদের নেতৃত্বে জীবননগর পৌরসভার নরায়ণপুরের মঞ্জিল শেখ ও শাকিলের নাম পাওয়া গেছে। এরমধ্যে গতকাল সোমবার জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী শামসুর রহমার চঞ্চলের ওপর মঞ্জিল শেখের নেতৃত্বে হামলা করা হয়। এর আগের তার নেতৃত্বে দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার জীবননগর উপজেলা সহকারী ব্যুরো প্রধান মিথুন মাহমুদের দোকানে হামলা ও বাড়ি ভাঙচুরের হুমকি দেওয়া হয়। তার আগে দৈনিক সকালের সময় পত্রিকার জীবননগর উপজেলা প্রতিনিধি মহিবুল ইসলাম মুকুলের বাড়িতে হামলা এবং ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। একই দিন সাংবাদিক আকিমুল ইসলামের বাড়িতে হামলা করা হয়। এছাড়া উথলীর সাংবাদিক সালাউদ্দীন কাজলের বাড়িতে হামলা ও আগুন দেওয়া হয়। এদিকে মাইটিভির বিশেষ প্রতিনিধি এসকে লিটনের সাথী অটো মিলের গোডাউন থেকে ৫ হাজার বস্তা চাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।খোঁজ নিয়ে জানা গেছে, জীবননগর পৌরসভার নরায়ণপুর মোড়ের মঞ্জিল শেখ ও সাকিল দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। এতদিন তারা আওয়ামী লীগের নেতাদের ছত্রছায়ায় মাদক কারবার করত। তবে আওয়ামী লীগ সরকার পতনের পর তারা নিজেদের বিএনপির নেতা দাবি করতে শুরু করেন। এরপর থেকে তারা প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এবং সাংবাদিকসহ বিভিন্ন মানুষজনকে হুমকি দিয়ে চাঁদা দাবি করছেন। এতে বিএনপির সুনাম ক্ষুন্ন হচ্ছে। বিষয়টি বিএনপির নেতাদের জানালে তারা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।