জীবননগরে ওয়ার্ডভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে বর্ণাঢ্য র্যালি

- আপডেট সময় : ০৭:৪৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ ৮৪ বার পড়া হয়েছে

মোঃ (মুনাইম)হোসেন,নিজস্ব সংবাদদাতা:-চুয়াডাঙ্গা জীবননগর পৌর ওয়ার্ডভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টায় জীবননগর স্টেডিয়াম মাঠ থেকে শুরু হয়ে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।র্যালিতে অংশগ্রহণ করেন পৌরসভার ৯টি ওয়ার্ডের খেলোয়াড়, দলীয় সদস্য এবং আয়োজকরা।এতে আরও উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সভাপতি শাজাহান কবির। সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু, সহসভাপতি তাজুল ইসলাম,সিনিয়র যুগ্ম সম্পাদক শফি উদ্দিন,সাংগঠনিক সম্পাদক নাসির ইকবাল ঠান্ডু এবং দলীয় নেতা শাহজাহান আলী ও আরিফুজ্জামান আরিফ।র্যালিতে স্থানীয় ব্যবসায়ী এবং বিভিন্ন পেশাজীবী ব্যক্তিরাও অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ছিলেন সততা ট্রেডার্সের স্বত্বাধিকারী মোজাম্মেল হক খোকন,
মৌরি এন্টারপ্রাইজের আব্দুল হামিদ, ভাই ভাই ট্রান্সপোর্টের মো. জসিম উদ্দিন প্রমুখ।
ছাত্রদল এবং খেলাপ্রেমী তরুণদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি সুজন খন্দকার,জীবননগর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখড় মামুনসহ খেলা।পরিচালনা কমিটির সভাপতি নুরুল্লাহ ফয়সাল, সদস্যসচিব রিমন, তৌফিকুজ্জামান, ইকবাল হোসেন চাঁদ মিয়া , গাফফার, মমিন, জাহাঙ্গীর, তরিকুল ইসলাম, পারভেজসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জীবননগর পৌরসভা আয়োজিত এ ওয়ার্ডভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে শুক্রবার বেলা ২টায়। উদ্বোধনী খেলায় ৩ নম্বর ওয়ার্ডের দল মুখোমুখি হবে ৮ নম্বর ওয়ার্ডের দলের সঙ্গে।