জীবননগরে ইউএনও’র বাসভবনের পেছনে মাদকের আখড়া

- আপডেট সময় : ০৮:০২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ২৯ বার পড়া হয়েছে

জীবননগর প্রতিনিধি:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) সরকারি বাসভবনের পিছনে চলছে জমজমাট চোলাই মদের ব্যবসা। গুরুত্বপূর্ণ এলাকায় রমজানেও মদের ব্যবসা না থামা এবং প্রশাসনের নীরবতায় এলাকাবাসীর মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তবে উপজেলা নির্বাহী অফিসার এ সময় বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না।
স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র রমজান মাসে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলা শহরের আম বাজারের মধ্যে চোলাই মদের ব্যবসা করছেন কিরণ আলী নামে এক মাদক ব্যবসায়ী। স্থানীয়দের অভিযোগ, ‘রমজানের পবিত্রতা মানা হয় না। আখড়াটি শহরের একটি গুরুত্বপূর্ণ এলাকায়, যা উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনের পেছনে তৈরি হয়েছে। অথচ উপজেলা প্রশাসনের নজর তাতে পড়েনি। প্রকাশ্য দিনে-রাতে চলা চোলাই মদের এই আখড়া যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
অনুসন্ধানে একাধিক সূত্র জানিয়েছে, মাদক ব্যবসায়ী কিরণ আলী পেশায় একজন চা-দোকানী। আম বাজারে তার পরিত্যক্ত একটি ঘর আছে। গোকুলনগর বিএডিসি খামারের অধীনস্ত সাওতাল পল্লী থেকে কিরণ আলী চোলাই মদ বিক্রির জন্য সংগ্রহ করেন। এবং আম বাজারের তার পরিত্যক্ত ঘরটিতে চা দোকানের আড়ালে চোলাই মদ বিক্রি চালিয়ে যাচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বাজারের একাধিক ব্যবসায়ী অভিযোগ করেন, আম বাজারের পাশে ইউএনও’র বাড়ি, আর সেখানেই প্রকাশ্যে মাদক ব্যবসা চলে আসছে। কিন্তু কেউ কিছুই বলছে না। শহরে যদি এভাবে মাদকের ব্যবসা চললে, তাহলে প্রশাসনের উদ্যোগে ‘মাদক মুক্ত সমাজ গঠনে’ আয়োজিত সভা-সেমিনার বিফল হবে। তারা প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন, যেন দ্রুত সময়ের মধ্যে মাদক আখড়াটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল আমীন বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমার জানা নেই, যদি জানা থাকতো তাহলে এমন ঘটনা এখানে ঘটা সম্ভব ছিল না।