মোঃ মুনাইম হোসেন,নিজস্ব সংবাদদাতা:-
চুয়াডাঙ্গার জীবননগরে ২৯ বোতল ফেনসিডিল সহ একজনকে আটক করা হয়েছে।
সোমবার (২৬ মে) আনুমানিক সকাল ৬টার দিকে বাঁকা ইউনিয়নের সুটিয়া পাকা রাস্তার উপর থেকে ২৯ বোতল ফেনসিডিল টিভিএস মোটরসাইকেল সহ একজনকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি সুটিয়া কামারপাড়ার রায়হান উদ্দিনের পুত্র শরিফ উদ্দিন (৪৫)।
জানা যায়, জীবননগর থানার এস আই ফিরোজ হোসেন ও সঙ্গীও ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ছয়টায় সুটিয়া গ্রামে মাদক বিরোধী অভিযান চালায়। আর এই অভিযানে ২৯ বোতল ফেনসিডিল, একটি টিভিএস মোটরসাইকেল সহ শরিফ উদ্দিনকে আটক করা হয়।
এরপর আটককৃত ব্যক্তিকে জীবননগর থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.