নিজস্ব প্রতিবেদক,
লক্ষ্মীপুর (প্রতিনিধি):
এসএসসি-দাখিলসহ সমমনা পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৩৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্রশিবির লক্ষীপুর শহর, শনিবার (২৬ জুলাই) সকালে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে শিবিরের লক্ষ্মীপুর শহর শাখার ব্যানারে এ আয়োজন করা হয়। সংবর্ধিত শিক্ষার্থীদের ফুল-ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়েছে।
শহর শিবিরের সভাপতি মো. ফরিদ উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া এবং প্রধান বক্তা ছিলেন শিবিরের কেন্দ্রীয় শিল্প ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাফেজ আবু মুসা।
শহর শিবিরের সেক্রেটারি আবদুল আউয়াল হামদুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর খন্দকার ইউসুফ হোসেন, শিবিরের সাবেক নোয়াখালী শহর সভাপতি ডা. সাইফুল্লাহ সাইফ, জেলা জামায়াতের সেক্রেটারি এআর হাফিজ উল্লাহ ও পৌর জামায়াতের সেক্রেটারি হারুনুর রশিদ।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর তোমাদের এ অর্জন। আজ তোমরা মেধাবীদের দলে। এজন্য তোমাদের দায়িত্বও অনেক। একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তোমাদের ভূমিকা রাখতে হবে। আদর্শবান মানুষ হিসেবে দেশ ও জাতি গড়তে তোমাদেরকেই দায়িত্ব নিতে হবে,সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীরা শিবিরকে ধন্যবাদ জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.