জিওল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

- আপডেট সময় : ০১:৩৯:১৪ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪ ১১৩ বার পড়া হয়েছে

মো: এরশাদ আলী, স্টাফ রিপোর্টার রাজশাহী।
রাজশাহী জেলাধীন তানোর উপজেলার তানোর পৌরসভার অর্ন্তগত ০৭ নং ওয়ার্ডের জিওল গ্রামে অবস্থিত জিওল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়টি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি কৃতিত্বের সাথে প্রতি বছরই সুনামের সহিত সাফল্য অর্জন করে আসছে। শিক্ষার সার্বিক উন্নয়নে ও সাফল্য বজায় রাখতে স্কুলে নির্দিষ্ট সময়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় আজ সফল ভাবে সম্পূর্ণ হলো শিক্ষার্থীদের মা দের কে নিয়ে মা সমাবেশ। আজকের এই মা সমাবেশে সকল শিক্ষার্থীদের মায়েরা অনেক আগ্রহের সহিত উপস্থিত হন। এই মা সমাবেশে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল মজিদ, প্রধান শিক্ষক- জিওল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সহকারী শিক্ষক জনাব মো: ইয়াসিন আলী,জনাব মোসা: সাবিনা,জনাব মোসা: রুবিনা, জনাব রেহেনা খাতুন। আরো উপস্থিত ছিলেন স্কুলের ম্যানেজিং কমিটির সহ- সভাপতি জনাব মোঃ ইয়াকুব আলী, অভিভাবক সদস্য জনাব মোঃ আতাউর রহমান, জনাব মোঃ হাবিবুর রহমান ও প্রভাষক জনাব মোঃ এরশাদ আলী। উক্ত সমাবেশে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক গণ মা দের উদ্দেশ্যে শিক্ষার্থীদের প্রতি যত্নবান হতে ও খেয়াল রাখতে তথা শিক্ষার সার্বিক উন্নয়নে সচেতনতা মূলক অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক কথা বলেন। সকল মায়েরা ধৈর্যের সঙ্গে মনোযোগ সহকারে শিক্ষক দের দিক নির্দেশনা মূলক সকল কথা শোনেন। মা সমাবেশে মায়েরা বলেন জিওল সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ম অনুসারে চলে। মায়েরা আরো বলেন যে, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক গণ সততার সহিত সময় মতো সঠিক দায়িত্ব পালন করেন এবং এই বিদ্যালয়ে পড়াশোনা অনেক ভালো হয়। আজকের এই মা সমাবেশে শিক্ষক, ছাত্র- ছাত্রী ও মা গণ শিক্ষার্থী দের শিক্ষার সার্বিক মান উন্নয়নে এক সাথে ও এক মতে সততার সহিত কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। শেষে মোনাজাতের মাধ্যমে আজকের মা সমাবেশ সফল ভাবে শেষ করা হয়।