জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খাবারের মূল্য বেশী রাখায় জরিমানা গুণতে হলো পনের হাজার

- আপডেট সময় : ০৫:৫৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪ ১০৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রাঁধুনি হোটেলের বিরুদ্ধে দাম বেশি রাখার অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১৫ হাজার টাকা জরিমানা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি)।
আজ শুক্রবার (৩রা মে) বটতলায় এবং সালাম-বরকত হলের সামনের দোকানগুলোতে খাবারের মান নিয়ন্ত্রণ, মূল্যতালিকা পর্যবেক্ষণ ও হোটেল মালিকদের স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনার নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর, কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) জাবি শাখার উপদেষ্টা, ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া।অভিযান শেষে তিনি বলেন, রাঁধুনি হোটেলের বিরুদ্ধে আনিত অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করেছি এবং যাথাপোযুক্ত জরিমানা করিছি। প্রত্যেক দোকানে খাবার মান ঠিক রাখতে সতর্ক করা হয়েছে। নিয়মিত আমাদের এই অভিযান চলবে। ভবিষ্যতে পঁচা-বাসি খাবার খাওয়ানোর কিংবা দাম বেশী রাখার অভিযোগ পেলে দোকান বন্ধ করে দেওয়া হবে৷
উল্লেখ্য এর আগে গত বুধবার (১লা মে) দর্শন বিভাগের এক অধ্যাপক রাঁধুনী হোটেলে খাবার খেতে গেলে খাবার দামের দ্বিগুন দাম রাখেন রাধুনি হোটেলের মালিক রিপন মিয়া, ভাউচারে দেখা যায় ত্রিশ টাকা মূল্যপর তিন প্লেট ভাতের মূল্য রাখা হয়েছে নব্বই টাকা, পয়ত্রিশ টাকা মূল্যের দইয়ের দাম রাখা হয়েছে একশ টাকা, ষাট টাকা মূল্যের টেংরা মাছের দাম রাখা হয়েছে আশি টাকা, শাক ও কচুর লতির দাম ৮০ টাকা হলেও দাম রাখা হয়েছে তিনশত চল্লিশ টাকা, দুই পিচ রুই মাছের দাম রাখা হয়েছে তিনশত টাকা যেখানে তার মূল্য মাত্র ১০০ টাকা।