জালঝাড়া ছিদ্দীকিয়া ফাজিল মাদ্রাসার নবনিযুক্ত সভাপতি আহসান হাবীব লিটনকে শুভেচ্ছা ও অভিনন্দন

- আপডেট সময় : ০৫:৫৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ৭৩ বার পড়া হয়েছে

এমদাদুল হক মনিরামপুর,প্রতিনিধিঃ
যশোর জেলার মনিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জালঝাড়া ছিদ্দীকিয়া ফাজিল মাদ্রাসা-র নতুন গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন জনাব আহসান হাবীব লিটন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী মনিরামপুর উপজেলার সহকারী সেক্রেটারি হিসেবে দীর্ঘদিন ধরে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন।
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ আইউব হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনাব আহসান হাবীব ছাড়াও গভর্নিং বডির প্রতিনিধি হিসেবে মনোনীত করা হয়েছে গাজীপুর জেলার মফিজুর রহমান গাজীকে।
জনাব আহসান হাবীব লিটনের এই মনোনয়নের মাধ্যমে মাদ্রাসার সার্বিক শিক্ষার মানোন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। তার এই দায়িত্বপ্রাপ্তিকে ঘিরে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
এ মহান দায়িত্ব পালনে তিনি যেন সফল হন—সেই কামনায় মাদ্রাসা পরিবার, এলাকাবাসী ও রাজনৈতিক সহকর্মীদের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
Very good https://shorturl.at/2breu