সংবাদ শিরোনাম :
জামালপুর মাদারগঞ্জের অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট অভিযান

নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৭:৩০:০২ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫ ৩২ বার পড়া হয়েছে

মোঃ মিলন মিয়া,স্টাফ রিপোর্টার:-
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে মেসার্স মন্ডল ব্রিকস ও মেসার্স সোহাগ ব্রিকস-এ ইট প্রস্তুত ও ভাটা (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৫(১) ধারা লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। ফলে ১৫(১) ধারা অনুযায়ী মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া, পরিবেশগত ক্ষতি রোধে কাঁচা ইট নষ্ট করা, ক্লিনের অংশবিশেষ গুড়িয়ে দেওয়া, বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা, এবং পানি ঢেলে চুল্লির আগুন নিভিয়ে দেওয়া হয়।
অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের এডি, সেনাবাহিনী, ফায়ার সার্ভিসের একটি দল ও মাদারগঞ্জ মডেল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।