জামালপুরের বকশীগঞ্জে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন হয়রানি ও শারীরিক নির্যাতনের অভিযোগে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা
মো: শিহাব মাহমুদ (জামালপুর) বকশিগঞ্জ প্রতিনিধিঃ শনিবার (২ আগস্ট) দুপুরে উপজেলার মেরুরচর ইউনিয়নের সেকেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক জয়নাল আবেদীন লাহুর অপসারণ ও শাস্তির দাবিতে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানান স্থানীয়রা।
মানববন্ধনে বক্তব্য রাখেন অভিভাবক দুলাল মিয়া, আরিফুল ইসলাম বাবু, দীন ইসলাম, মোস্তফা জামালসহ বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকার সচেতন নাগরিকরা।
এ সময় একাধিক ছাত্রী অভিযোগ করে বলেন, “প্রধান শিক্ষক আমাদের তার রুমে ডেকে নিয়ে যান এবং কথার ছলে শরীরে স্পর্শ করেন। এতে আমরা অস্বস্তি বোধ করলেও তিনি বারবার এমন কাজ করেন।”
তারা আরও বলেন, “আমরা এখানে পড়াশোনা করতে এসেছি, ভয় পেতে নয়। যিনি শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার কথা, সেই যদি ভয় দেখান তাহলে আমাদের নিরাপত্তা কোথায়?”
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি ছাত্রীদের নানাভাবে হয়রানি করে আসছেন। বক্তারা বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানে এমন ঘটনার কোনো সুযোগ নেই। আমরা চাই, দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক। একজন অভিযুক্ত ব্যক্তি কীভাবে কোমলমতি শিশুদের শিক্ষা দেবেন?”
এদিকে, প্রধান শিক্ষক জয়নাল আবেদীন লাহুর মোবাইল নম্বরে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।
বিষয়টি নিয়ে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা বলেন, “অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.