মোঃ শিহাব মাহমুদ:
জামালপুর জেলার সাধুরপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে অনুষ্ঠিত হয়েছে এক জোরালো মানববন্ধন ও ঝাড়ু মিছিল। সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার অন্যতম অভিযুক্ত মাহমুদুল আলম বাবু-র দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে এই কর্মসূচি পালিত হয়।
এদিন এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে অংশ নেন মানববন্ধনে। পরে তারা একটি ঝাড়ু মিছিল করেন, যেখানে তারা প্রতীকীভাবে অপরাধের বিরুদ্ধে ঘৃণা ও ন্যায়বিচারের আহ্বান জানান।
বক্তারা অভিযোগ করে বলেন, নাদিম হত্যাকাণ্ড ছিল নৃশংস ও পরিকল্পিত। তারা দ্রুত বিচার ও আসামিদের কঠোর শাস্তি দাবি জানান।
জনগণের এই উদ্যোগ স্থানীয় প্রশাসন ও জাতীয় পর্যায়ে দৃষ্টি আকর্ষণ করেছে বলে মন্তব্য করেন স্থানীয় সচেতন মহল।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.