জামালপুরে যুবলীগ নেতার হামলার শিকার সাংবাদিক

- আপডেট সময় : ০৫:৫০:৪৯ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪ ১৩২ বার পড়া হয়েছে

শাকিল আহমেদ
ক্রাইম রিপোর্টার (জামালপুর )
জামালপুর মেলান্দহ উপজেলার হাজরা বাড়ি এম এ জলিল ফার্মেসীর মালিক ডাক্তার না হয়েও ডাক্তারি করেন ও নিয়মিত রোগী দেখেন ও প্রেসক্রিপশন করেন। শনিবার ৮ই তারিখ ২০২৪ইং বিকাল সাড়ে ৫টার দিকে তথ্য সংগ্রহ কাজে এম এ জলিল ফার্মেসীর দোকানে সাংবাদিক রা উপস্থিত হয়ে তথ্য জানার সময় ৮নং ফুলকোচা ইউনিয়নের যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম এসে সাংবাদিকদের উদ্দেশে অকট ভাষায় গালিগালাজ করে ও সাংবাদিকদের উপর অতর্কিতভাবে হামলা করে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে গুরুতর আহত করেন, সাংবাদিক মফিদুল ইসলামকে সেই সাথে মাহমুদুল হাসান রিয়াদকে হেনস্থ করেন, এবং জনপ্রকাশে হুমকি প্রদান করে হাজড়াবাড়ি এরিয়ায় কোন সাংবাদিক প্রবেশ করলে তাদের হাত পাও ভেঙ্গে ফেলে দেওয়া হবে যাতে এই এরিয়ায় সাংবাদিকতা না করতে পারে। যুব আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম এর হামলায় সাংবাদিক মফিদুল ইসলাম গুরুতর আহত হয়ে জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ভর্তি রয়েছেন।
এ বিষয়ে তাৎক্ষণিক মেলান্দহ থানার অফিসার ইনচার্জ রাজু আহাম্মেদ কে অবগত করেন সাংবাদিকরা। অবগত করার পর এম এ জলিলের ফার্মেসি থেকে সাংবাদিকরা উদ্ধার হয়ে আসেন। এই বিষয়ে মেলান্দহ থানায় একটি মামলার অভিযোগ দায়ের প্রক্রিয়া দিন।