জামালপুর প্রতিনিধি:
জামালপুরের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মো. সিরাজুল ইসলামের বিরুদ্ধে আসামী হাজির হইবার বিজ্ঞপ্তি আদেশ জারি করেছে।
আদালতের আদেশে বলা হয়, সিরাজুল ইসলামের বিরুদ্ধে সি.আর. মামলা নং-৫৮৫(১)২০২৩ ইং চলমান রয়েছে। মামলার তদন্ত ও বিচার কার্যক্রমে অংশগ্রহণ না করে তিনি আত্মগোপনে থাকায় আদালতের বিশ্বাস, তিনি গ্রেফতার এড়াচ্ছেন।
তাই ফৌজদারি কার্যবিধি অনুযায়ী আসামীকে আগামী ২০ আগস্ট ২০২৫ ইং তারিখে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আদালত আরও জানিয়েছে, নির্ধারিত তারিখে হাজির না হলে আসামীর অনুপস্থিতিতেই বিচারকার্য পরিচালিত হবে।
আদালতের নথি অনুযায়ী, পলাতক আসামী মো: সিরাজুল ইসলাম, পিতা মৃত নওশের আলী, ঠিকানা—সাং কুড়িল মৈশানবাড়ী, থানা ভাটারা, জেলা ঢাকা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.