জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে বিশেষ অভিযানে ১০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক

- আপডেট সময় : ১২:১৩:২৭ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ ৭ বার পড়া হয়েছে

মোঃ শিহাব মাহমুদ,বকশিগঞ্জ জামালপুর:জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে বিশেষ অভিযানে ১০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৯টার দিকে ধানুয়া কামালপুর বিওপির টহল দল এ অভিযান পরিচালনা করে
বিজিবি সূত্র জানায়, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে ধানুয়া কামালপুর বিওপির হাবিলদার আমিনুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল রামরামপুর সীমান্তের ১০৮২ নম্বর পিলারের কাছে অবস্থান নেয়। এসময় সন্দেহভাজন এক যুবককে থামানোর পর তার শরীর তল্লাশি করে ১০২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক যুবকের নাম উসমান গনি (২৮)। তিনি বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের সারমারা গ্রামের কাবিল হোসেনের ছেলে।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, বিজিবি আটককৃত আসামি ও জব্দকৃত ইয়াবা থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় ধানুয়া কামালপুর বিওপির পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে, বৃহস্পতিবার গভীর রাতে দেওয়ানগঞ্জ উপজেলার পাথরেরচর বিওপির বিজিবি সদস্যরা পৃথক আরেকটি অভিযানে পাথরেরচর সীমান্ত এলাকা থেকে ১ হাজার ৯৮০ পিস ভারতীয় ওষুধ জব্দ করে।