মো: শিহাব মাহমুদ,বকশীগঞ্জ জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ব্রাইট স্কুলের পাঠদান কার্যক্রম পূর্বের নিয়মে চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ আগস্ট) বেলা ১১ টায় বাট্টাজোড় জিন্নাহ বাজার এলাকায় ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক সহ ৫ শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ব্রাইট স্কুলের পরিচালক ইসমাইল সিরাজী, সাবেক ইউপি সদস্য আবদুর রহিম, অভিভাবক আবুল কালাম আজাদ, অভিভাবক কামরুন্নাহার শিলা, শিক্ষার্থী মরিয়ম আক্তার।
মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যত অনিশ্চিত করতেই ব্রাইট স্কুলের কার্যক্রম বন্ধ করা হয়েছে। বর্তমানে এই স্কুলের প্রায় ৫ শত শিক্ষার্থীর শিক্ষা জীবন ঝুলন্ত অবস্থায় রয়েছে। উপজেলা প্রশাসন এই প্রতিষ্ঠান বন্ধের মাধ্যমে হঠকারী সিদ্ধান্ত নিয়েছেন।
তারা আরো বলেন, যে নিয়মে এই প্রতিষ্ঠানে বন্ধ করা হয়েছে সেই নিয়মে সকল কিন্ডার গার্টেন স্কুল বন্ধ করতে হবে।
তাই বকশীগঞ্জ ইউএনও কর্তৃক বন্ধ করা পাঠদান কার্যক্রম দ্রুত চালুর দাবি জানান শিক্ষক-শিক্ষার্থীরা।
এর আগে ১৩ আগস্ট বকশীগঞ্জ ইউএনও মো. মাসুদ রানা জিন্নাহ বাজারে অবস্থিত ব্রাইট স্কুলের পাঠদান কার্যক্রম সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বন্ধ রাখার লিখিত নির্দেশনা জারি করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.