জামালপুরের বকশীগঞ্জে দশানি নদীতে অভিযান চালিয়ে বিপুল চায়না জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে

- আপডেট সময় : ০৯:৪২:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ ৩ বার পড়া হয়েছে

মোঃ শিহাব মাহমুদ,জামালপুর বকশিগঞ্জ:অবৈধ জাল পাতা থেকে বিরত থাকুন
দেশীয় প্রজাতির মাছ রক্ষা করুন,এই স্লোগানকে সামনে রেখে বকশীগঞ্জ উপজেলার দশানী নদীতে জেলা মৎস্য কর্মকর্তা জামালপুর, জনাব আ.ন.ম আশরাফুল কবির এর নেতৃত্বে মৎস্য আইন বাস্তবায়নে একটি অভিযান পরিচালনা করা হয়।
এই সময় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় দশানী নদী হতে ৮০ টি চায়না দুয়ারী জাল ও ৫ টি কারেন্ট জাল জব্দ করা হয় যার আনুমানিক মূল্য ২৫০০০০/- টাকা। পরবর্তীতে জালগুলো জনসমুক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব মোখলেসুর রহমান,সহকারী পরিচালক, মৎস্য অধিদপ্তর জামালপুর, বকশীগঞ্জ উপজেলার উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী- পুলিশ সদস্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দেশীয় প্রজাতির মাছের প্রজনন মৌসুমে মা মাছ ও রেনু পোনা নিধন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।