জাবির-সিয়ামের নেতৃত্বে আজিমপুর মর্নিং রাইডার্স ক্লাবের নতুন কমিটি

- আপডেট সময় : ১২:২৬:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪ ১৪৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
‘Riding for future’ স্লোগানকে সামনে রেখে আজিমপুর মর্নিং রাইডার্স ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। ২০২৪ সেশনের জন্য জাবির আব্দুল্লাহকে সভাপতি ও ফারহান ফুয়াদ সিয়ামকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটিতে দায়িত্ব প্রদান করা হয়।
গত সোমবার আজিমপুর মর্নিং রাইডার্স ক্লাবের উদ্যোগে আয়োজিত ইফতার অনুষ্ঠান ও মেম্বার্স মিটআপে এ নতুন কমিটি গঠিত হয়। নির্বাচক প্যানেলে ছিলেন মর্নিং রাইডার্স ক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য আব্দুল্লাহ আল মাহমুদ, হাসান আল বান্না এবং আরিব মাহমুদ। কমিটি গঠন শেষে নির্বাচকবৃন্দ খুব ভোরে ঘুম থেকে ওঠা ও রাইডিং এর উপকারিতা নিয়ে কথা বলেন এবং দায়িত্বপ্রাপ্তদের প্রতি শুভকামনা জানান।
ক্লাবটির অন্যতম উপদেষ্টা আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, আমি অনেকগুলো সাইক্লিং ও রাইডিং ক্লাবের সাথে যুক্ত আছি। প্রতিদিন ভোরে নিয়মিত এক্সারসাইজ করা প্রতিটি মানুষের শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই প্রয়োজনীয়তা উপলব্ধি করেই আমরা আজিমপুরের তরুণ প্রজন্মকে নিয়ে এই রাইডার্স ক্লাবের যাত্রা শুরু করি। এতে শিক্ষার্থীদের সুস্থতা, পড়াশোনা ও মানসিক বিকাশের জন্য নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। আশা করছি নতুন কমিটি এই সামাজিক কাজটি বেশ আনন্দ ও উৎসবমুখরভাবে করবে।
মুন্সি আব্দুর রউফ কলেজের শিক্ষার্থী মাহি বলেন, আমি যখন বাড়িতে ছিলাম তখন ভোরে ঘুম থেকে উঠে মাঠে যেতাম । কিন্তু ঢাকায় আসার পর দেখি হোস্টেলের সবাই ভোরে ঘুমায়। তাই আমি সকালে নিয়ম করে ঘুম থেকে উঠে রাইডিং ক্লাবের বন্ধুদের সাথে সাইক্লিং করতে বের হয়ে যাই। এতে আমার শরীর চর্চা হয়ে যায়, যার কারণে সারাদিন পড়াশোনায় ভালোভাবে মনোনিবেশ করতে পারি। আমি মনে করি সবারই নিয়মিত শরীর চর্চা করা উচিত।
উল্লেখ্য, আজিমপুর মর্নিং রাইডার্স ক্লাব অত্র এলাকার কিশোরদের নিয়ে সুস্থ ও সবল ভবিষ্যত প্রজন্ম গঠনের লক্ষ্যে ভোরবেলায় নিয়মিত সাইক্লিং এর আয়োজন করে আসছে।