জাবির সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য

- আপডেট সময় : ১০:১২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ ৯৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সিনেট সদস্য হিসেবে পাঁচজন সংসদ সদস্যকে মনোনয়ন দিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
রোববার (২৮ এপ্রিল) উপসচিব মো. মাহবুব জামিল স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩-এর আর্টিক্যাল ১৯(১)(ডি) ধারা অনুযায়ী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে নিম্নোক্ত পাঁচজন সংসদ সদস্যকে স্পিকার মনোনয়ন প্রদান করেছেন।
সিনেট সদস্য হলেন- জাতীয় সংসদের হুইপ ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন , নারায়ণগঞ্জ -২ আসনের সংসদ সদস্য মোঃ নজরুল ইসলাম বাবু, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য বেগম সাগুফতা ইয়াসমিন , পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক খন্দঃ প্রিন্চ ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য এ কে এম এনামুল হক শামীম।
প্রসঙ্গত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোট ৯৩ জন সিনেট সদস্য থাকেন, তার মধ্যে পাঁচজনকে মনোনীত করে থাকেন জাতীয় সংসদের স্পিকার।