জাবিতে বিনামূল্যে শরবত বিতরণ

- আপডেট সময় : ০৫:২১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ ১০০ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তীব্র তাপদাহের মাঝে সাধারণ শিক্ষার্থী, পথচারী, ও শ্রমজীবী মানুষের মাঝে বিনামূল্যে শরবত ও বিশুদ্ধ ঠান্ডা পানি বিতরণ করেছে জাবির শহিদ তাজউদ্দীন আহমদ হল ছাত্রলীগে।
মঙ্গলবার বার (৩০ এপ্রিল) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের জেনারেটর বাজার এলাকায় এই কর্মসূচী পালন করে তাজ উদ্দিন আহমেদ হল ছাত্রলীগের সেচ্ছাসেবীরা। এসময় প্রায় ৭০ লিটার শরবত চার শতাধিক মানুষের মাঝে বিনামূল্যা পানি ও শরবত বিতরণ করা হয়।
এবিষয়ে তাজ উদ্দিন আহমেদ হল ছাত্রলীগ-নেতা মুহিবুর রহমান শুভ বলেন, চলমান তীব্র দাবদাহে সর্বসাধারণ মাঝে আমরা শহীদ তাজউদ্দীন আহমদ হল ছাত্রলীগ যে কোমল পানিয় ও শরবত বিতরন কার্যক্রম হাতে নিয়েছি তাতে আমরা সকলের মাঝে ব্যাপক সাড়া পাচ্ছি। আমরা আমাদের এ ধারাবাহিকতা অব্যহত রাখবো।তীব্র দাবদাহে পানিয় ও শরবত বিতরণ ছাড়াও আমরা এই দাবদাহে সচেতনতা ও তাদের করনীয় নিয়েও কাজ করছি।
ছাত্রলীগ নেতা সজিব হাসান সাজ বলেন, এই দাবদাহে সবারই অনেক কষ্ট হচ্ছে। বিশেষ করে যারা এই রোদের মধ্যে পরিশ্রম করছে। তাদের কথা চিন্তা করেই আমাদের এই সামান্য উদ্যোগ। এতে আমরা কিছু মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি শুধুমাত্র একটু খাবার পানীয় ও শরবত নিয়ে। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।