জাতীয় রক্তদাতা দিবসে ফেনীর সেরা রক্তদাতা সংগঠক হিসেবে নুর নবীকে সম্মাননা
- আপডেট সময় : ১১:৫৬:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫ ৩৭ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ,স্টাফ রিপোর্টার ফেনী:জাতীয় রক্তদাতা দিবস (২ নভেম্বর) উপলক্ষে ফেনী জেলা স্বেচ্ছাসেবক পরিবারের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে জেলার সেরা রক্তদাতা সংগঠক হিসেবে সম্মাননা পেয়েছেন নুর নবী। তিনি এককভাবে প্রায় ৪৫০০ ব্যাগ রক্ত সংগ্রহ করে অসংখ্য মানুষের প্রাণ বাঁচানোর মাধ্যমে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
ফেনীর ছয় উপজেলার প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে রক্তদানের গুরুত্ব, নতুন রক্তদাতা তৈরি এবং সংগঠনগুলোর পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মুক্ত আলোচনা হয়।
অনুষ্ঠানে সর্বোচ্চ রক্তদাতা হিসেবে মিনহাজ (৬০ বারের অধিক রক্তদান), সর্বোচ্চ রক্তদাতা সংগ্রাহক হিসেবে নুর নবী এবং সড়ক নিরাপত্তায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ)-কে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন নিশাদ আদনান, সভাপতিত্ব করেন ওসমান গণী রাসেল। এসময় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক কামরুজ্জামান মজুমদার, নুর নবী হাসান, জামাল চৌধুরী, জিয়া উদ্দিন, আব্দুল গফুর, ইমাম হোসেন, আসমা আক্তার, জাহাঙ্গীর আলমসহ অন্যান্য অতিথিবৃন্দ।
স্বেচ্ছাসেবক পরিবারের পক্ষ থেকে জানানো হয়, নুর নবীর মতো নিবেদিতপ্রাণ রক্তদাতা ও সংগঠকরা সমাজে মানবতার অনন্য উদাহরণ স্থাপন করেছেন। তাদের অনুপ্রেরণায় তরুণ প্রজন্মও রক্তদানে আগ্রহী হচ্ছে।
“রক্তদাতারা জীবনের দূত। তাদের এক ব্যাগ রক্তে যে জীবন জেগে ওঠে, সেটিই মানবতার আসল জয়,”—অনুষ্ঠানে এমন মন্তব্য করেন বক্তারা।

















