জি এম আব্বাস উদ্দিন জেলা প্রতিনিধি সাতক্ষীরা। জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে দেবহাটা উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বৃহস্পতি বার দেবহাটা সরকারি বি.বি.এম.পি ইনস্টিটিউশন স্কুলে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতায় দেবহাটা উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছ চাষ প্রযুক্তি, পরিবেশ ও খাদ্য নিরাপত্তা এবং সাধারন জ্ঞান বিষয়ে প্রশ্নের লিখিত উত্তর প্রদান করেন। বিচারকদের মূল্যায়নে ৩ জন বিজয়ীর নাম ঘোষণা করা হয়।
প্রথম স্থান অর্জন করে ফাতিমা রহমান (অষ্টম শ্রেণি) দেবহাটা সরকারি বি.বি.এম.পি ইনস্টিটিউশন,
দ্বিতীয় স্থান অর্জন করে রাফিদ বিন মনির (নবম শ্রেণি) সখীপুর মাধ্যমিক বিদ্যালয়.
এবং তৃতীয় স্থান অর্জন করে শ্রী অনিক সেন (দশম শ্রেণি) দেবহাটা সরকারি বি.বি.এম.পি ইনস্টিটিউশন।
উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবুবক্কার সিদ্দিক, দেবহাটা সরকারি বি.বি.এম.পি ইনস্টিটিউশন।স্কুলের প্রধান শিক্ষক মদন মোহন সহ অন্যান্য শিক্ষকবৃন্দ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, মেরিন ফিশারিজ কর্মকর্তা সাজ্জাদ হোসেন,এবং উপজেলা মৎস্য দপ্তরের অন্যান্য কর্মচারীবৃন্দ।
বিজয়ীদের মাঝে আগামী ২৪ আগস্ট মৎস্য সপ্তাহের সমাপনী দিনে দেবহাটা উপজেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হবে বলে জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.