মোঃ সোহেল রানা,বরিশাল জেলা প্রতিনিধি:-
আগৈলঝাড়ায় দুই ভাই-বোন জাতীয় পর্যায় প্রাথমিক শিক্ষা পদক পেয়েছেন। তাদের এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষাথী ও পরিবারে মাঝে আনন্দের বন্যা বইছে। জানা গেছে, জাতীয় পর্যায় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ উপলক্ষে সোমবার ঢাকা মিরপুরে প্রাইমারী ট্রেনিং ইনষ্টিটিউট এ অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী প্রধান অতিথি হিসেবে কাব স্কাউট(বালিকা) ক্যাটাগরীতে জাতীয় পর্যায় দ্বিতীয় স্থান অধিকার করে আগৈলঝাড়া উপজেলার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্রী প্রবন্তী হালদার। তার হাতে প্রাথমিক ও গনশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী পদক তুলে দেন।২০২৩ সালে একই ক্যাটাগরীতে প্রবন্তীর ভাই আগৈলঝাড়া উপজেলার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্র প্রতীক হালদার জাতীয় পর্যায়(বালক) তৃতীয় স্থান অধিকার করে প্রাথমিক শিক্ষা পদক পেয়ে ছিলেন। প্রবন্তী হালদার ও প্রতীক হালদারের মা কল্যানী বিশ্বস আগৈলঝাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ও পিতা দীনবন্ধু হালদার ছয়গ্রাম স্কুল এন্ড কলেজের সিনিয়র প্রভাষক। মেধাবী দুই ভাই বোনের মা কল্যানী বিশ্বাস বলেন, ছেলে প্রতীক হালদার বুয়েটে লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হতে চায়, আর মেয়ে প্রবন্তী হালদার লেখাপড়া করে ভবিষ্যতে ডাক্তার হয়ে গরিব মানুষের সেবা করতে চায়।ছেলে মেয়ের এই সাফল্যে প্রধান শিক্ষক ও স্কাউট লিডার মোস্তাফিজুর রহমান(এএলটি) ও শিক্ষিকা আফরোজা আক্তার(সিএএলটি)’র প্রতি কৃজ্ঞতা প্রকাশ করেন। এব্যাপারে মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এসিষ্ট্যান্ট লিডার ট্রেনার(এএলটি) মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, আমার বিদ্যালয়ের ৫ম শ্রেনীর মেধাবী শিক্ষার্থী প্রতীক হালদার ও প্রবন্তী হালদার জাতীয় পর্যায় প্রাথমিক শিক্ষা পদক পাওয়ায় আমরা সকলে আনন্দিত। আমরা তাদের উজ্জল ভবিষ্যৎ কামনা করছি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.