জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা -২০২৪

- আপডেট সময় : ০৮:৩৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪ ৮০ বার পড়া হয়েছে

জি এম আব্বাস উদ্দিনঃ- ১১ ই জুলাই বিকাল ৪:০০ টায় দেবহাটা সরকারি বিবিএসপি ইনস্টিটিউশন ফুটবল মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোলকাপ টুর্নামেন্ট ফাইনাল খেলা উপজেলা সুযোগ্য ও দক্ষ নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামানের সভাপতি ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত সুযোগ্য চেয়ারম্যান আলহাজ্ব আল ফেরদৌস আলফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, সাংগঠনিক সম্পাদক দেবহাটা আওয়ামীলীগ আনারুল হক, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, নোয়াপাড়া ইউনিয়নের পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক আওয়ামীলীগ নোয়াপাড়া ইউনিয়ন আলমগীর হোসেন সাহেব আলী। খেলায় অংশগ্রহণ করেন একদিকে দেবহাটা ইউনিয়ন পরিষদ। অপর দিকে নওপাড়া ইউনিয়ন পরিষদ। ০১ গোলে দেবহাটা ইউনিয়ন পরিষদকে হারিয়ে নওপাড়া ইউনিয়ন পরিষদ বিজয়ী হন। পুরস্কার তুলে দেন প্রধান অতিথি আলহাজ্ব আল ফেরদৌস আলফা সহ অতিথিবৃন্দ।