জলবায়ু পরিবর্তনের কারনে হুমকির মুখে সুন্দরবন

- আপডেট সময় : ০৪:২০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ ১৩৭ বার পড়া হয়েছে

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ
বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে বাদ যাচ্ছে না বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। ক্রমবর্ধমান তাপমাত্রা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা বৃদ্ধি এবং ঘন ঘন ঘূর্ণিঝড়ের কারণে এই অমূল্য প্রাকৃতিক ঐতিহ্য আজ মারাত্মক হুমকির মুখে পড়েছে। বিশেষজ্ঞদের মতে, গত কয়েক দশকে সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্যে চোখে পড়ার মতো পরিবর্তন এসেছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে লবণাক্ততা বেড়ে গিয়েছে, যার ফলে গাছপালার স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে। অনেক এলাকা ইতোমধ্যে চিরচেনা গাছের পরিবর্তে শুষ্ক ও লবণাক্ত মাটিতে পরিণত হয়েছে। এছাড়াও, ঘূর্ণিঝড় ‘সিডর’, ‘আইলা’, ‘আম্পান’ এবং সাম্প্রতিক ‘রেমাল’-এর মতো প্রাকৃতিক দুর্যোগ সুন্দরবনের ব্যাপক ক্ষতি করেছে। এই ঝড়গুলো বনাঞ্চলের গাছপালা ও বন্যপ্রাণীর জীবনচক্রে ব্যাপক প্রভাব ফেলেছে। সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারসহ অনেক প্রাণী এখন বাসস্থান সংকটে ভুগছে। সাতক্ষীরা স্থানীয় পরিবেশবাদী সংগঠনগুলোর মতে, সুন্দরবন রক্ষা করতে হলে শুধু দেশীয় নয়, আন্তর্জাতিক সহযোগিতাও জরুরি। তাঁরা আরো বলেন, কার্বন নিঃসরণ কমানো, টেকসই বন ব্যবস্থাপনা এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধির জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা এখন সময়ের দাবি। সরকার ইতোমধ্যে কিছু উদ্যোগ গ্রহণ করেছে যেমন, লবণাক্ততা সহনশীল বৃক্ষরোপণ, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র স্থাপন এবং স্থানীয় জনগণকে সচেতন করা। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, বর্তমান উদ্যোগ যথেষ্ট নয়; টেকসই ও বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা ছাড়া সুন্দরবনকে দীর্ঘমেয়াদে রক্ষা করা সম্ভব হবে না।