জিএমআবু জাফর (স্টাফ রিপোর্টার) জলবায়ু পরিবর্তনের প্রভাব ও প্রতিকারের উপরে কৌশলগত পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মার্চ) সদর উপজেলা পরিষদের ডিজিটাল সেন্টারে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ ও সেভ দ্য চিলড্রেন এর আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তরণের প্রজেক্ট কো-অর্ডিনেটর সাইদুর রহমান, সেভ দ্য চিলড্রেন এর কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, প্রথম আলো সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি কর্ণ বিশ্বাস কেডি, ভিবিডি সাতক্ষীরা’র ভাইস প্রেসিডেন্ট তরিকুল ইসলাম অন্তর, প্রজেক্ট অফিসার সাজেদুল ইসলাম, অ্যাক্টিভ সিটিজেন’র ইয়ুথ লিডার গোলাম হোসেন, ইয়ুথনেট সাতক্ষীরা’র শেখ হাবিব,
উত্তরণের প্রজেক্ট অফিসার আবু রায়হান, ফারহানা দিবা, গুলশানারা খতুন প্রমুখ। কর্মশালাটিতে সাতক্ষীরার বিভিন্ন সামাজিক সংগঠনের ২৪জন তরুণ-তরুণী অংশ নেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.