মোঃ মহাসিন, খুলনা বিভাগীয়, প্রতিনিধি:সাতক্ষীরার ,কালিগঞ্জ উপজেলা পরিষদ থেকে ৫’শ গজ পূর্বে উপজেলা সদরে বসবাসকারী শত ,শত পরিবার বছর জুড়ে অভিশপ্ত জলবদ্ধতা থেকে মুক্তি ও বাচার আকুতি জানিয়ে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের আশু হস্তক্ষেপ দাবি করেছে। বিষয়টি নিয়ে যুগ ,যুগ ধরে এলাকাবাসী ভোগান্তি পোহালেও দেখার কেউ নাই। বছরের পর বছর উপজেলা সদরের ১ নং কুশুলিয়া ইউনিয়নের বাজার গ্রাম, বাজার গ্রাম রহিমপুর এলাকায় ১ এবং ২ নং ওয়ার্ডে বসবাসকারি শত ,শত পরিবার এই জলবদ্ধতার কাছে জিম্মি হয়ে নানান ভোগান্তির মধ্যে বসবাস করলেও আজ পর্যন্ত সমস্যা সমাধানের জন্য দেখতে কেউ এগিয়ে আসেনি। পানি নিষ্কাশনের কোন ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বর্ষা মৌসুমসহ অধিকাংশ সময় জলবদ্ধতার কারণে এখানকার বসবাসকারী লোকজন ঘরের বাহির হতে নানান সমস্যার সম্মুখীন হতে হয় প্রতিনিয়ত। উপজেলা সদরে অবস্থিত প্রায় ৬/৭টি স্কুল, কলেজ, মাদ্রাসা, বাজার সহ কালিগঞ্জ- শ্যামনগর প্রধান সড়ক, থানা সড়ক অবস্থিত। এলাকার রাস্তা গুলো দীর্ঘদিন সংস্কার না করায় বর্ষার পানিতে তলিয়ে বেহাল দশায় পরিণত হয়েছে । যার কারণে বর্তমান চলাচলের অযোগ্য রাস্তার পাশে জলবদ্ধতায় মশার প্রজনন খামারে পরিণত হয়েছে। এই সমস্ত কারণে এলাকায় মশার উপদ্রবের হাত থেকে বাচা মুশকিল হয়ে পড়েছে। কালিগঞ্জ থানা সড়কের পাশে ফুলতলা মৎস্য সেটের পাশে অবস্থিত সড়ক ও জনপদ বিভাগের অফিসটি বছরের অধিকাংশ সময় পানিতে তলিয়ে থাকে। যে কারণে সড়ক ও জনপদ বিভাগের অফিসটি এখন মশা উৎপাদনের ময়লা, ভাগাড়ে মশার প্রজজন খামারে পরিণত হয়েছে। কালিগঞ্জ উপজেলা সদরে বসবাসকারী সাধারণ মানুষ ছাড়াও অত্র এলাকায় কালিগঞ্জ সরকারি কলেজ, কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা ডিগ্রী কলেজ, কালিগঞ্জ দারুল উলুম মাদ্রাসা, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, এম খাতুন সদর প্রাথমিক বিদ্যালয়, কালিগঞ্জ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, সদর প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করা শত, শত শিক্ষার্থীর এই এলাকা এবং রাস্তা দিয়ে যাতায়াত ছাড়াও উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা জনসাধারণকে উপজেলা সদরে অবস্থিত বিভিন্ন দপ্তরে যাতায়াত করতে ভোগান্তি পোহাতে হয়। বিষয়টি নিয়ে এলাকাবাসী একাধিকবার উপজেলা প্রশাসনকে জানিয়ে কোন কাজ হয়নি। শুধুমাত্র নির্বাচনের আগে সংসদ, উপজেলা, ইউপি নির্বাচনের প্রার্থীরা ভোট ভিক্ষার জন্য দ্বারে, দ্বারে জনগণের কাছে নানান মিথ্যা প্রতিশ্রুতি দিলেও নির্বাচিত হয়ে ঐ সমস্ত জনপ্রতিনিধির আর কোন দেখা মেলে না। আবারও হয়তো সামনে সংসদ নির্বাচনে নানান প্রতিশ্রুতির ডালা সাজিয়ে হাজির হবে। আর এ কারণেই জনপ্রতিনিধিদের উপর আস্থা হারিয়ে জন দুর্ভোগের হাত থেকে বাঁচতে এবং পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থার দাবি জানিয়ে জেলা সাতক্ষীরা প্রশাসক মহোদয়ের আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.