স্টাফ রিপোর্টার:-
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অডিটোরিয়ামে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রতিবেদক হিসেবে কর্মরত প্রায় ৩০ জন সাংবাদিক অংশ নেন। ইফতারের আগে বিশ্ববিদ্যালয়ে মৌলিক সাংবাদিকতার প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন অতিথিরা।
জবি সাংবাদিক সমিতির আহবায়ক মো. আবু সাঈদ চৌধুরীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির সাবেক সভাপতি রবিউল আলম,সাবেক সাধারণ সম্পাদক আহসান জোবায়ের,দৈনিক প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক আশিকুজ্জামান আশিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জবি সাংবাদিক সমিতির সদস্য সচিব অপূর্ব চৌধুরী।
ইফতার মাহফিলে আরও অংশগ্রহণ করেন বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থী, কয়েকজন নিরাপত্তা প্রহরী এবং কর্মচারী।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.