জনসেবায় অন্যান্য ভূমিকা রাখছেন মনিরামপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি জাকির হোসেন

- আপডেট সময় : ০৮:২৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ ১৫১ বার পড়া হয়েছে

এমদাদুল হক,ক্রাইম রিপোর্টার মনিরামপুর:
যশোরের মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের চাপাকোনা গ্রামে ফুটবল বিতরণ করে আলোচনায় এসেছেন মনিরামপুর রিপোর্টার্স ক্লাবের সম্মানিত সভাপতি ও সুবলকাটি বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ জাকির হোসেন। শুধু ফুটবল বিতরণ নয়, নানা ধরনের সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি নিজেকে এলাকাবাসীর একজন প্রকৃত বন্ধু হিসেবে তুলে ধরেছেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য হাজ্জাজ বিন সোলাইমান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বহু ক্রীড়াপ্রেমী শিশু-কিশোর। তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করতে মোঃ জাকির হোসেনের এ উদ্যোগ প্রশংসার দাবিদার।
তবে এটি শুধু চাপাকোনা পর্যন্ত সীমাবদ্ধ নয়। ঢাকুরিয়া ইউনিয়নের একাধিক ওয়ার্ডে তিনি তাঁর ব্যক্তিগত অর্থায়নে ফুটবল বিতরণ করেছেন। একই সঙ্গে সমাজের গরিব, অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে নিয়মিত চাল, শাড়ি, লুঙ্গি ও নগদ সহায়তাও প্রদান করছেন।
স্থানীয়দের মতে, রাত-দিন ২৪ ঘণ্টা মানুষের কল্যাণে নিবেদিত এই মানুষটি নিজের স্বার্থ ভুলে অসহায়দের মুখে হাসি ফোটাতে সদা তৎপর। করোনা মহামারি হোক কিংবা কোনো প্রাকৃতিক দুর্যোগ—জাকির হোসেন ছিলেন এবং আছেন মানুষের পাশে।
শিক্ষাক্ষেত্র, ক্রীড়াক্ষেত্র এবং সমাজসেবায় তাঁর অনবদ্য অবদান তাঁকে মনিরামপুর উপজেলার একজন নির্ভরযোগ্য ও জনপ্রিয় নেতায় পরিণত করেছে। আজ ঢাকুরিয়ার অলিতে-গলিতে একটাই নাম শোনা যায়—জাকির হোসেন।
এলাকাবাসী মনে করেন, এমন মানুষ সমাজের সম্পদ। তাঁর মতো নেতার প্রয়োজন প্রতিটি ওয়ার্ডেই। তাঁরা আরও আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও মোঃ জাকির হোসেন সমাজের জন্য নিরলসভাবে কাজ করে যাবেন এবং মানবিক নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবেন।