মোঃ মুনাইম,হোসেনঃ
চুয়াডাঙ্গার জনপ্রিয় সাংবাদিক ও গণমাধ্যমকর্মী হুসাইন মালিকের জন্মদিন আজ। সোমবার (২৮ জুলাই) প্রথম প্রহর থেকেই মোবাইল ফোন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এবং ম্যাসেঞ্জারে শুভেচ্ছা বার্তায় ভরে উঠেছে তার ইনবক্স। যেন গোটা চুয়াডাঙ্গা জুড়েই বইছে এক আনন্দের জোয়ার—একটি ঈদের মিলনমেলার মতো আবহ।
হুসাইন মালিক বর্তমানে নাগরিক টিভি, ইউএনবি, বাংলাদেশ বেতার, দৈনিক নয়া দিগন্ত ও জাগো নিউজ-এ চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর কর্মদক্ষতা, সততা এবং মানবিক ব্যক্তিত্ব ইতোমধ্যে তাকে জেলার সাংবাদিক সমাজে একজন শ্রদ্ধেয় অভিভাবকে রূপান্তরিত করেছে।
চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন অঞ্চলের জুনিয়র সাংবাদিকরা তাঁকে শুধু একজন সিনিয়র সহকর্মী নয়, বরং একজন অভিভাবকের মতো ভাবেন। তাঁর দিকনির্দেশনা ও অনুপ্রেরণা তরুণ সংবাদকর্মীদের পথ দেখায়।
জন্মদিন উপলক্ষে তার শুভানুধ্যায়ীরা জানান,
“কিছু মানুষ থাকেন, যারা তাদের আশপাশের মানুষদের আলোকিত করেন। তাদের উপস্থিতিই মানুষকে আনন্দিত করে, সামাজিক বন্ধনে আবদ্ধ রাখে। হুসাইন মালিক তেমনই একজন অসাধারণ মানুষ—নিরহংকার, বিনয়ী ও নিষ্পাপ মননের অধিকারী।”
জন্মদিনে হুসাইন মালিকের জন্য সবাই শুভ কামনা করেছেন তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সকল ভালো উদ্যোগ ও কর্মে সফলতা অর্জনের জন্য। পাশাপাশি মহান আল্লাহর কাছে প্রার্থনা জানানো হয়, তিনি যেন হুসাইন মালিক ও তার পরিবারকে সবধরনের অসুস্থতা ও দুর্ঘটনা থেকে হেফাজত করেন।
চুয়াডাঙ্গার বিভিন্ন সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী, বন্ধু ও সহকর্মীদের পক্ষ থেকে তাকে জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.