মোঃ মহাসিন, নিজেস্ব প্রতিনিধি,সাতক্ষীরা:
আজ রাত সাড়ে ১০ টায় শ্যামনগর থেকে নূরনগর বাড়ি ফেরার পথে গোপালপুর অভিমুখী শ্যামনগর মুক্তিযোদ্ধা সড়কের কুলখালী নামক স্থলে নির্মানাধীন বক্স কালভার্টের গর্তে পড়ে মর্মান্তিকভাবে নিহত হয়েছেন।শ্যামনগরের কোটিপতি ঠিকাদার এস এম আবুল বাশারের ঠিকাদারী প্রতিষ্ঠানের খামখেয়ালীপনায় অন্ধকার রাস্তায় কোন সতর্কতামূলক ব্যারিকেড ব্যবস্থা না রাখায় অকালে ঝরে গেল একজন সাহসী গণমাধ্যম কর্মীর জীবন। সাংবাদিক নুরুজ্জামান অন্ধকারে তার ব্যবহৃত সাইকেলটি নিয়ে গর্তের মধ্যে পড়ে যান। আর গর্তের মধ্যে খাড়া করে রাখা রডে তার মাথা ছিদ্র হয়ে অন্য দিক দিয়ে বেরিয়ে যায়। এটি একটি হত্যাকান্ড। এর আগেও এই রাস্তায় একজনকে জীবন দিতে হয়েছে।
নুরুজ্জামানের অকাল মৃত্যুতে আমরা সকলেই ভীষণভাবে ব্যথিত ও দুঃখ ভারা ক্লান্ত।
যাদের দায়িত্বহীনতায় এমন মর্মান্তিক দুর্ঘটনা সংঘটিত হলো তাদের কঠিন থেকে কঠিনতর শাস্তি দাবি করেছেন সকল সাংবাদিক বৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.