জনতার চেয়ারম্যান রিমু’র মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল, যান চলাচল ও দোকান বন্ধ

- আপডেট সময় : ১২:২৭:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪ ৭৭ বার পড়া হয়েছে

শাকিল আহমেদ,জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা চেয়ারম্যান রায়হান রহমতুল্যাহ রিমু’র মুক্তির দাবীতে বিক্ষোভ করেছেন হাজারো জনতা। সোমবার বিকাল থেকে সন্ধা পর্যন্ত হাজারো জনতা বালিজুড়ী বাজার চৌরাস্তা মোড়,থানামোড়,উপজেলা চত্বর পর্যন্ত বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন পৌর কাউন্সিলর হাসানুজ্জামান সাগর, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি সরদার আব্দুল হাই ও সাধারণ সম্পাদক ইদ্রিস আলী পাওয়ার। মাদারগঞ্জ উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান রায়হান রহমতুল্যাহ রিমু’র মুক্তির দাবীতে বিক্ষোভ কারীরা বালিজুড়ী বাজার চৌরাস্তা মোড়ে টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান। বালিজুড়ী বাজারের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। উল্লেখ্য যে, ২০২০ সালের একটি হত্যা মামলা, ২০২৪ সালে রায়হান রহমতুল্যাহ রিমু উপজেলা চেয়ারম্যান প্রার্থী হওয়ায় ষড়যন্ত্র করে মিথ্যা বানোয়াট মামলায় ৪ বছর পর তাকে আসামী করা হয় এবং আজ সোমবার জামালপুর নিম্ন আদালতে হাজিরা দিতে গিয়ে উপজেলা চেয়ারম্যান রিমু’র জামিন না মঞ্জুর করে আদালত। এ সংবাদ পেয়ে বিকাল থেকে সন্ধা পর্যন্ত বিক্ষোভ মিছিল করে উপজেলা চেয়ারম্যানে হাজার হাজার কর্ জনতা । মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলে ঘোষণা দেয় বিক্ষোভকারীরা।