নিজস্ব প্রতিবেদকঃ রিয়াজ মিয়া
ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছোট ভাইয়ের মরদেহ গ্রহণ করতে যাওয়ার পথে স্ট্রোক করে বড় ভাইয়ের মৃত্যু। নোয়াখালীর সোনাইমুড়ীতে এ ঘটনা ঘটেছে।
বুধবার (১০ জুলাই) রাত সাড়ে ১০টায় বড় ভাই মো. দ্বীন ইসলামের মৃত্যু হয়।মৃত মো. দ্বীন ইসলাম ও তাজুল ইসলাম নোয়াখালী সোনাইমুড়ীর আনন্দীপুর সরওয়ার্দী পাটোয়ারী বাড়ির সিদ্দীক উল্যাহ মিয়ার ছেলে।
তাদের প্রতিবেশী স্থানীয় সাংবাদিক মো. নজির উল্যাহ জানান, ওমান প্রবাসী ছোট ভাই তাজুল ইসলাম গত তিন দিন আগে মারা যায়। তার মরদেহ আনতে নোয়াখালী থেকে ঢাকা যাওয়ার পথে বড় ভাই দ্বীন ইসলাম হার্ট অ্যাটাক করে মারা যান। বৃহস্পতিবার বাদ জোহর নিজ বাড়িতে বড় ভাইয়ের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.