https://youtu.be/tmi8k3NhLDQ?si=4jCDhM12mZEhzPmr
মো: রাসেল হোসেন, মিডিয়া রিপোর্টার ঝিনাইদহ৷
ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার,বিএনপির ক্ষমতায়নে বারোবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি আর আওয়ামী লীগের ক্ষমতায়নে কালীগঞ্জের প্রভাবশালী ব্যক্তি বারোবাজার ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের খোকা মিয়ার প্রশ্রয়ে তাঁর নাতি ছেলে নাইমুর রহমান নিশানের প্রতারণার একের পর এক খবর বেরিয়ে আসছে।
বারোবাজার,কালীগঞ্জ সহ আশেপাশের বিভিন্ন গ্রামের বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণা করে নিশান প্রায় কোটি খানেক টাকা হাতিয়ে নিয়েছে।
নানা খোকা মিয়ার ক্ষমতা ব্যবহার করে নিশান বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণা করার পরেও, সাধারণ মানুষ কোন প্রতিকার করতে পারছে না।
উপরন্তু নিশান পলাতক অবস্থায় বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি অব্যাহত রেখেছে।
অনেকে নিশানকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ও ঘোষণা করছেন।
এত কিছুর পরেও নিশানের প্রতারণার বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে কোন ধরণের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না।
প্রতারক নিশান বিভিন্ন ব্যক্তির সঙ্গে বিভিন্ন কায়দায় প্রতারণা করার কারণে অনেকের কাছে নেই আইনী পদক্ষেপ গ্রহণ করার পর্যাপ্ত প্রমাণ পত্র।
আবার যাদের কাছে প্রমাণ পত্র আছে তাঁরা আইনী পদক্ষেপ গ্রহণের আগে নিশানের খোঁজ খবর নিচ্ছেন।
নিশান পলাতক থাকার কারণে বিভিন্ন ভুক্তভোগী ব্যক্তি বিভিন্ন ভাবে নিশানের অনুসন্ধান করছেন।
ইতিপূর্বে বেশ কয়েক জন ভুক্তভোগী নিশানকে আটক করলেও,নিশানের পরিবারের টাকা ফেরত দেওয়ার আশ্বাসে তাঁরা নিশানকে ছেড়ে দিলেও,নিশান বা তাঁর পরিবার ভুক্তভোগীদের কোন টাকা ফেরত তো দেয়নি বরং তাঁরা এখন আর ভুক্তভোগীদের ফোন রিসিভ করে না।
যার কারণে সকলে নিশান ও তাঁর পরিবারের প্রতি ক্ষিপ্ত হয়ে আছে।
অন্যদিকে নিশানের প্রতারণার বিভিন্ন ভিডিও চিত্র প্রকাশ করার কারণে নিশান বিভিন্ন ব্যক্তির নিকট আমার প্রতি ক্ষোভ প্রকাশ ও বিভিন্ন ধরণের হুমকি ধামকি অব্যাহত রেখেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.