
মোহাম্মদ হানিফ,স্টাফ রিপোর্টার ফেনী:ছাগলনাইয়ায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে ১৪০ পিস ভারতীয় শাড়ি সহ এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (৪ নভেম্বর) রাতে উপজেলার পাঠাননগর ইউনিয়নের উত্তর হরিপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত যুবকের নাম মোঃ আব্দুল হান্নান (২৫)। তিনি মহামায়া ইউনিয়নের জয়নগর গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে।
ছাগলনাইয়া থানার উপপরিদর্শক (এসআই) মোঃ হাবিজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি দল অভিযান চালিয়ে ভারতীয় আমদানিনিষিদ্ধ এসব শাড়ি উদ্ধার করে। এসময় শাড়ি পাচারের অভিযোগে হান্নানকে আটক করা হয়।
আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.