ছাএ-জনতা কল্যাণ পরিষদের উদ্যোগে বানভাসিদের সহযোগিতার জন্য গণত্রাণ সংগ্রহ

- আপডেট সময় : ০৮:৪১:১৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪ ১৩৬ বার পড়া হয়েছে

হাফেজ জি এম আব্বাস উদ্দিন সাতক্ষীরা- আজ ২৫ আগস্ট রবিবার সকাল ১০টার সময় ছাএ-জনতা কল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় ৬০ জন ছাত্র-ছাত্রীগণ অসহায় বানভাসিদের সহযোগিতার জন্য গণত্রাণ সংগ্রহ কর্মসূচি পালন করেন। জানা যায় কুলিয়া ইউনিয়নের মেন রোড বাজার সহ সাতক্ষীরা টু কালিগঞ্জ মহাসড়কে ছাত্র জনতা কল্যাণ পরিষদের উদ্যোগে কালেকশন করেছে ৫২ হাজার ১৩২ টাকা। ছাত্র-ছাত্রী সকলে মিলে কুলিয়া বাজার পথচারী ব্যবসায়ী ও দোকান দারদের কাছ থেকে বন্যার্ত মানুষের সাহায্যের জন্য দুপুর ২টা পর্যন্ত অনুদান সংগ্রহ করেন। বিভিন্ন ব্যবসায়ী,দোকানদার, পথচারী ও এলাকাবাসী কাছ থেকে জানা যায় ছাত্র জনতা কল্যাণ পরিষদের উদ্যোগে এই মহৎ উদ্যোগ তারা নিয়েছেন বানভাসি অসহায় মানুষের সাহায্যের জন্য অক্লান্ত পরিশ্রম করেছে। তাদের জন্য আমরা দোয়া করি মহান আল্লাহ পাক তাদেরকে সুস্থ রেখে দেশ ও জাতির সেবা করার সুযোগ দান করেন,এবং তাদের সুন্দর আদর্শ দিয়ে আমাদের এই দেশকে দুর্নীতি, ঘুষ, মাদক মুক্ত সোনার বাংলা গড়তে পারে ও দেশের মানুষদেরকে আল্লাহ হুকুম ও রাসুলের আদর্শ অনুযায়ী একজন সুনাগরিক করিতে পারে এই দোয়া ও কামনা রহিল। ছাত্র জনতা কল্যাণ সদস্যরা বলেন আমরা খুব দ্রুতই আমাদের সদস্য টিম ফেনীতে বন্যার্ত মানুষদের পাশে এ অনুদানগুলো নিয়ে পৌঁছে দেব ইনশাল্লাহ।