চেয়ারম্যান হিসেবে নয় সেবক হিসেবে কাজ করতে চাই : চেয়ারম্যান প্রার্থী আব্দুর রইচ

- আপডেট সময় : ০৭:৩৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪ ৯৭ বার পড়া হয়েছে

মোঃ সোহেল রানা
আগৈলঝাড়া প্রতিনিধি:-
বরিশালের আগৈলঝাড়া উপজেলা নির্বাচনে আনারস প্রতীকের সমর্থনে
গণসংযোগ করেছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আব্দুর রইচ সেরনিয়াবাত ।মঙ্গলবার (১৪মে) বিকেলেবাগধা ইউনিয়নে আস্কর বাজার,আস্কর কালি বাড়ি মেলায় গণসংযোগ করেন।
এ সময় চেয়ারম্যান প্রার্থী আব্দুর রইচ সেরনিয়াবাত বলেন, আমি আপনাদেরই সন্তান, আমি আপনাদের চেয়ারম্যান হিসেবে নয়, সেবক হিসেবে কাজ করতে চাই। আপনারা যদি আমাকে আপনাদের সেবা করার সুযোগ দেন তাহলে ইনশাআল্লাহ আগৈলঝাড়া উপজেলাকে একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলেবো।তিনি আরও বলেন, আমি সকলকে সাথে নিয়ে উন্নয়নের মাধ্যমে আগৈলঝাড়া উপজেলাকে এমন একটি উপজেলা গড়তে চাই যেখানে দেশের অন্যান্য উপজেলার মানুষ আগৈলঝাড়া উপজেলাকে দেখতে আসবে।
আব্দুর রইচ সেরনিয়াবাত বলেন, সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকেও ব্যাপক জোরালো ভূমিকা রয়েছে। আগামী ২৯ মে আপনারা আপনাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী পাঁচ (০৫) বছরের জন্য আপনাদের ভাগ্য নির্ধারণ করবেন বলে আমি আশা করি।এ সময় গণসংযোগে নেতৃত্ব উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ লিটন সেরনিয়াবাত।এ সময় উপস্থিত ছিলেন বাগধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল ভাট্টি, উপজেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক কাজি রিয়াজ, উপজেলা যুবলীগের সভাপতি আজাদ সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক শহিদ তালুকদার, উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আনিস সেরনিয়াবাত, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইক, বাগধা ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি ইউনুস মিয়া, সাধারণ সম্পাদক বজলুর রহমান সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ