মোঃ আসাদুজ্জামান আসাদ।
চুয়াডাঙ্গা প্রতিনিধি:-
দামুড়হুদা উপজেলার চাঁদপুর গ্রামের আ. খালেকের ছেলে সাইদুরের বাড়িতে বিয়ের দাবিতে এক সন্তানের জননী অবস্থান নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বিয়ের দাবিতে তিনি অবস্থান নেন। তাকে বুঝিয়েও বাড়ি ফেরাতে পারেননি তার বাবা-মা।স্থানীয় সূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলার কুনিয়া গ্রামের নাজুর মেয়ে নাজমিন নাহার ফুলতুলির দুই বছর আগে কুড়ুলগাছি ইউনিয়নের সদাবরী গ্রামে বিয়ে হয়। তবে ফুলতলি স্বামীর সংসার ছেড়ে চাঁদপুর গ্রামের আ. খালেকের ছেলে সাইদুর রহমানের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে তারা অবৈধ সম্পর্কে জাড়ান। এ জন্য ফুলতুলি সাইদুর রহমানকে বিয়ের জন্য চাপ দিতে থাকেন। তবে সে বিষয়টি কৌশলে এড়িয়ে যেতে থাকেন। অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় বিয়ের দাবিতে সাইদুুরের বাড়িতে অবস্থান নেন ফুলতুলি। এমন খবর পেয়ে তার বাবা অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তিনি শয্যাশায়ী।
ফুলতলির মা বলেন, ‘সাইদুর আমার মেয়ের সোনার সংসার নষ্ট করে দিলো। তার এক বছরের একটি বাঁচ্চা রয়েছে। সকলে বুঝিয়েও তাকে ফেরৎ আনতে পারলাম না।’ স্থানীয় অনেকেই নাম না প্রকাশ করার শর্তে বলেন, সাইদুর চুলের ব্যবসা করেন। তিনি এলাকার মেয়েদের উত্ত্যাক্ত করে বেড়াতেন। তিনি একটি সুন্দর সংসার নষ্ট করে দিলো। তার শাস্তি হওয়া দরকার।এ বিষয়ে জানতে সাইদুুরের বাড়ি গেলে সাংবাদিকদের উপস্থিতি আগে থেকে টের পেয়ে তিনি সটকে পড়েন। সাইদুরের বাবা বলেন, ‘কী করব, ছেলে-মেয়ে দুজন দুজনকে ভালোবাসে। ইদ্দত পালন শেষে তিন মাস পর তাদের বিয়ের ব্যবস্থা করতে হবে।’ তবে স্থানীয়রা জানান, তারা আজ বিয়ে করে সাইদুর যেখানে চুলের ব্যবসা করে, সেখানে চলে যাবে। এ বিষয়ে জানতে ফুলতলির স্বামীর পরিবারের লোকজনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.