চুয়াডাঙ্গা মাদক বিরোধী অভিযানে ৫০০গ্রাম হেরোইন জব্দ গ্রেফতার-০১ জন

- আপডেট সময় : ০৪:১২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪ ৭১ বার পড়া হয়েছে

মোঃ আসাদুজ্জামান আসাদ,চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা, মহোদয়ের দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় দামুড়হুদা মডেল থানা কর্তৃক মাদক বিরোধী অভিযানে জনাব মোঃ আলমগীর কবীর, অফিসার ইনচার্জ, দামুড়হুদা মডেল থানা, চুয়াডাঙ্গার নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ আসাদুর রহমান সঙ্গীয় অফিসার-ফোর্সসহ মাদক বিরোধী অভিযান ডিউটি পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা থানাধীন বদনপুর গ্রামস্থ বদনপুর কবরস্থানের সামনে পাঁকা রাস্তার উপর হতে আসামী ১। মোঃ শাহিন রেজা (২৪), পিতা-মোঃ গাফফার মীর, মাতা- মোছাঃ হামিদা খাতুন, গ্রাম- বদনপুর (কবরস্থানপাড়া), থানা- দামুড়হুদা, জেলা- চুয়াডাঙ্গা’কে ৫০০ (পাঁচশত) গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন (মূল্য আনুমানিক ৫০,০০,০০০/- টাকা) সহ আটক করেন।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।