চুয়াডাঙ্গা দর্শনা ও জীবননগরে বিশুদ্ধ পানি, স্যালাইন ও শরবত পানি বিতরণ

- আপডেট সময় : ১২:১৫:০৪ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ৫৮ বার পড়া হয়েছে

মোঃ আসাদুজ্জামান আসাদ।
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-
দেশের সর্বোচ্চ তাপমাত্রায় চুয়াডাঙ্গা জেলা যখন পুড়ছে ঠিক তখনই দিনমজুর ও পথচারী মানুষের সেবায় এগিয়ে এসেছে দর্শনার একঝাঁক যুবক।
‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ এই শ্লোগানকে সামনে রেখে দর্শনা বটতলায় পথচারী রিক্সা ভ্যান চালক, অটোচালক ও পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি, স্যালাইন শরবত পানি বিতরণ করা হয়।আজ সকাল ১০ টায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি দামুড়হুদা উপজেলা শাখার আয়োজনে এবং আর্থমুভিং গ্রুপ ঢাকার এম.ডি মুজিবুল হক এর সহযোগিতায় এই কার্য্য পরিচালিত হয়।
এই মহতী অনুষ্ঠান উদ্বোধন করেন দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু। হারুন অর রশিদ জুয়েলের সভাপতিত্ব অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, দর্শনা প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম, রেলবাজার দোকান মালিক সমিতির সভাপতি টিপু সুলতান। এ সময় উপস্থিত ছিলেন, শিক্ষক আল হেলাল রাজা, তারিফ উদ্দিন মাহফুজুর রহমান, বাকী বিল্লাহ আব্দুল হান্নান দুলাল, লাভলুসহ স্বেচ্ছাসেবীরা।
জীবননগর থেকে ফিরে অতি তীব্র দাপদাহে হাঁসফাঁস জনজীবন। এই গরমে তৃষ্ণা মেটানোর জন্য জীবননগরে বিভিন্ন মোড়ে শ্রমজীবী ও পথচারীদের মধ্যে শরবত বিতরণ করেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জীবননগর থানা শাখার নেতৃবৃন্দ।আজ সকাল ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চলমান তাপদাহে সৃষ্ট সংকটে পথচারীদের মাঝে শীতল পানি ও শরবত বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন জীবননগর থানা শাখার সহ সভাপতি রুহুল আমিন, দাওয়া সম্পাদক সজিবুর রহমান, অর্থ কল্যাণ সম্পাদক ইয়াকুব, দপ্তর সম্পাদক আবু সাঈদ, আলিয়া মাদ্রাসা সম্পাদক মিনারুল ইসলাম, কলেজ সম্পাদক মাহাফুজ রহমান, সদস্য সালাউদ্দিন ও আমিনুল ইসলামসহ দায়িত্বশীল নেতৃবৃন্দ।