মোঃ মুনাইম হোসেন,নিজস্ব সংবাদদাতা:-
চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার শিংনগর গ্রামের কৃতি সন্তান, এক সময়ের জনপ্রিয় দৈনিক নতুনখবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক আসাদুজ্জামান আসাদ আর নেই।
দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর তিনি
চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আসাদুজ্জামান আসাদ ছিলেন চুয়াডাঙ্গার সাংবাদিক মহলে এক পরিচিত ও শ্রদ্ধাভাজন নাম। নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের সঙ্গে তিনি সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন। তার সম্পাদনায় প্রকাশিত নতুনখবর পত্রিকাটি এক সময় এলাকার মানুষের কাছে নির্ভরযোগ্য তথ্যের অন্যতম উৎস হিসেবে পরিচিতি পায়।
সাংবাদিকতার পাশাপাশি তিনি ছিলেন একজন সমাজসচেতন, মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ। তার লেখনী এবং উদ্যোগ সমাজের নানা সমস্যা ও অসংগতি তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তার মৃত্যুতে চুয়াডাঙ্গা সাংবাদিক সমাজসহ সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এবং বিভিন্ন মহল থেকে তাঁর রূহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.