মোঃ মুনাইম হোসেন,নিজস্ব প্রতিনিধি:-
আজ ০৯ মার্চ ২০২৫ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর,চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক দামুড়হুদায় বাজারে অভিযান পরিচালিত করেন বেলা ১১.৩০ সময় থেকে ০১.০০ পর্যন্ত পরিচালিত অভিযানে হোটেল, ফলের দোকান, ঔষধ, মুড়ি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাইকারী ও খুচরা পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়।
এ সময় ব্যবসায়ীদরে পরিচ্ছন্ন পরিবেশে ইফতারি সামগ্রী তৈরি, ন্যায্যমূল্যে পণ্য ক্রয়-বিক্রয়, অবৈধ মজুদ না করা, সঠিকভাবে মুল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় না করার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।
এ সময় মূল্য তালিকা না প্রদর্শন করার কারণে মো: রায়হান আলী এর প্রতিষ্ঠান মেসার্স রায়হান স্টোরকে ২০০০/-ও পণ্য সর্বোচ্চ খুচরা মূল্য না থাকার করাণে মো: মোস্তফা কামাল প্রতিষ্ঠান মেসার্স সততা স্টোরকে ৫০০০/- সহ সর্বমোট ৭,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ মামুনুল হাসান।
সার্বিক সহযোগিতায় ছিলেন জনাব মো: রফিকুল ইসলাম, ক্যাব, সদস্য ও জেলা পুলিশের একটি টিম।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.