মোঃ আসাদুজ্জামান আসাদ,চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার রামনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে মিনারুলের গত ১২ জুন দেশ ক্লিনিকে অ্যাপেন্ডিসাইটস অপারেশন করা হয়। ১৪ জুন তারিখে রিলিজ দেওয়া হয়। বাড়ি ফেরার পর পেট ফুলে গুরুতর অসুস্থ হয়ে পড়ে মিনারুল। ১৭ই জুন আবারও চুয়াডাঙ্গা হাসপাতাল রোডের দেশ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে এসে দ্বিতীয়বার অপারেশন করা হয়। ক্রমে অবস্থার অবনতি ঘটলেও মিনারুলকে উন্নত চিকিৎসার জন্য বাইরে নিতে দেওয়া হয়নি। গত ৪ আগস্ট রোগীর আত্মীয়-স্বজন দেশ ক্লিনিক থেকে জোর করে নিয়ে যায় মিনারুলকে। ঢাকার ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করার পর জানা যায়, মিনারুলের অ্যাপেন্ডিসাইটস অপারেশন করার সময় অন্ত্রের নাড়ি (পায়ুপথের নালি) কেটে ফেলা হয়েছে। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। উপরে যা লিখেছি তা আমার কথা না - গত বৃহস্পতিবার (২১ আগস্ট) মিনারুলের পিতা নজরুল ইসলাম দেশ ক্লিনিকের পরিচালক হাসিবুল হক শান্ত সহ চারজনকে আসামি করে চুয়াডাঙ্গার আমলি আদালতে মামলা দায়ের করেছেন। মামলার আবেদনে এসব কথা লেখা আছে। এই মামলায় দুই চিকিৎসকেও আসামি করা হয়েছে অপারেশন করা স্থানটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখানোর মত অবস্থায় নেই। তাই পুরোপুরি দিতে পারলাম না। মিনারুল ছোট্ট দুইটির বাচ্চার বাবা- একটার বয়স সর্বোচ্চ পাঁচ, অপরজন তিন বছরের দেশ ক্লিনিক কর্তৃপক্ষ ১ লাখ টাকায় ঘটনাটি মীমাংসার চেষ্টা করেছিল, পরে টাকার অংক দ্বিগুণ হয়। রোগীর পরিবার রাজি হয়নি। আদালতের দ্বারস্থ হয়েছেন। বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে বলে হয়তো আমাদের কানে আসলো। মিনারুলের মতো কত শত নারী, পুরুষ, শিশু এদের শিকার হচ্ছে, হয়েছে, হবে তা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.