মোঃ (মুনাইম)হোসেন,নিজস্ব সংবাদদাতা:-চুয়াডাঙ্গা সদর উপজেলার বড় শলুয়া গ্রামের আরিফ হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। রক্তাক্ত অবস্থায় আরিফকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন।
রোববার (২০ এপ্রিল) রাত ১১টার দিকে বড় শলুয়া গ্রামের বটতলা নামকস্থানে এ ঘটনা ঘটে। আহত আরিফ হোসেন সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের বড় শলুয়া গ্রামের আব্দুল ওহাবের ছেলে।
আহত আরিফের চাচাতো ভাই ওমর আলী দৈনিক বাংলাদেশ চিত্রকে বলেন, পাওয়া টাকাকে কেন্দ্র করে স্থানীয় মনির ছেলে হোসেনের সঙ্গে আরিফের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে হোসেন ধারাল অস্ত্র দিয়ে আরিফকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করি। তার অবস্থা আশংকাজন হওয়ায় চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন এ ব্যাপারে।
দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর দৈনিক বাংলাদেশ চিত্র কে এ তথ্য নিশ্চিত করে বলেন, শুনেছি একজনকে কুপিয়ে জখম করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহীতে নেয়া হচ্ছে। এটা রাজনৈতিক ইস্যু না, ব্যক্তিগত দ্বন্ধে এই মারামারির ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.