মোঃ আসাদুজ্জামান আসাদ,চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-
চুয়াডাঙ্গায় ইটভাটার কিশোর শ্রমিক শান্ত হোসেনের মরদেহ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন তার স্বজন ও গ্রামবাসী।মঙ্গলবার (২ জুলাই) দুপুরে চুয়াডাঙ্গা বড়বাজার শহীদ হাসান চত্বর এলাকায় বিক্ষোভ করা হয়।
এ সময় শান্তর অস্বাভাবিক মৃত্যুর রহস্য উদঘাটন ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় বিক্ষোভকারীরা।এর আগে গতকাল সোমবার রাতে সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের জালশুকা গ্রামের হিমালয় অটো ব্রিক্স নামক ইটভাটার পুকুর থেকে কিশোর শ্রমিক শান্তর মরদেহ উদ্ধার করা হয়।তার পরিবারের দাবি, শান্তকে হত্যার পর পুকুরের ফেলে দেওয়া হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গ থেকে শান্তর মরদেহ নিয়ে শহরের শহীদ হাসান চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন তার স্বজন ও প্রতিবেশীরা।এ সময় তার স্বজনরা বলেন, আগে শান্তকে হত্যার জন্য নানাভাবে হুমকি-ধমকি ও ভয়ভীতি দেখানো হতো। গতকাল সোমবার সকালে সে ইটভাটায় কাজ করতে গিয়ে বিকেলে আর বাড়িতে ফেরেনি। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে ওই ইটভাটার পেছনের গর্ত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আমরা ধারণা তরছি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যার রহস্য উদঘাটন ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।পরে সেখানে মানববন্ধন করেন স্বজন ও গ্রামবাসী। এ সময় পুলিশের আশ্বাসে গ্রামে ফিরে যান তারা।চুয়াডাঙ্গা সদর থানার ওসি শেখ সেকেন্দার আলী জানান, ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এটি হত্যাকাণ্ড কিনা এখনই নিশ্চিত নয়। এ ঘটনায় এখনও মামলা হয়নি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.