চুয়াডাঙ্গায় মসলা ও সেমাই কারখানায় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চালিয়ে দুইটি প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা

- আপডেট সময় : ০৮:২৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ ৫৯ বার পড়া হয়েছে

মোঃ মুনাইম হোসেন:-
আজ ১৩ মার্চ ২০২৫ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক দৌলতদিয়াড় (বঙ্গজপাড়া) অভিযান পরিচালিত হয়।
সকাল ১১.৫০ থেকে ০১.০০ পর্যন্ত পরিচালিত অভিযানে সেমাই ও মসলা (হলুদ ও মরিচ) প্রক্রিয়াকরণ কারখানা প্রতিষ্ঠান তদারকি করা হয়।
এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানরে স্বত্তাধিকারীদের পরিচ্ছন্ন পরিবেশে সেমাই ও মসলা (হলুদ ও মরিচ) প্রক্রিয়াকরণ ও যথাযথ কর্তৃপক্ষ হতে সনদ গ্রহণপূর্বক ব্যবসা পরিচালনা করার নির্দেশনা প্রদান করা হয়।
এ সময় অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই সংরক্ষণ করার কারণে মো: হাফিজুর রহমান এর প্রতিষ্ঠান মেসার্স এস ডি সেমাই মিলকে ৫০০০/- এবং মানহীন হলুদ গুড়া তৈরি করা কারণে মো: মুন্না মিয়াকে এর মিলকে ১৫,০০০/- সহ সর্বমোট ২০,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয় ।
অভিযান পরিচালনা করেন চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ মামুনুল হাসান।
সার্বিক সহযোগিতায় ছিলেন জনাব মো: রফিকুল ইসলাম, ক্যাব, সদস্য ও জেলা পুলিশের একটি টিম।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।