চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের দুই প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা

- আপডেট সময় : ০৭:৩৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫ ৮ বার পড়া হয়েছে

মোঃ আসাদুজ্জামান আসাদ,চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-চুয়াডাঙ্গা পৌর শহরের বড়বাজার ও কলেজ রোডে নকল, ভেজাল, আনরেজিস্টার্ড, মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পলজাতীয় ওষুধ বিক্রি ও সংরক্ষণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ও ওষুধ প্রশাসন। অভিযানে দুটি ফার্মেসিকে জরিমানা করা হয়।
বড়বাজারের আসিফ মেডিকেল হলকে ৪ হাজার এবং কলেজ রোডের মর্তুজা মেডিসিন সেন্টারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় আনরেজিস্টার্ড ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আসিফ মেডিকেল হল ও মর্তুজা মেডিসিন সেন্টার উভয় ফার্মেসিতে প্রেসক্রিপশন ছাড়াই অ্যান্টিবায়োটিক বিক্রি করার প্রমাণ পাওয়া যায়। এজন্য ‘ঔষধ ও কসমেটিকস আইন-২০২৩’-এর ৪০(খ) ও ৪০(ঘ) ধারায় মামলা দিয়ে ২ ফার্মেসির মালিকের কাছ থেকে মোট ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল নাঈম। অভিযানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের ঔষধ তত্ত্বাবধায়ক তাহমিদ জামিল সহযোগিতা করে জেলা পুলিশের একটি দল।