https://youtu.be/JWqHyWZEc5A?si=JRVagVO7YvIy5Hfn
মোঃ মুনাইম হোসেন;-
চুয়াডাঙ্গায় হোটেল,ইফতার সামগ্রী ও ফলের দোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাইকারি ও খুচরা প্রতিষ্ঠান তদারকিতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার বেলা ১টা থেকে আড়াইটা পর্যন্ত শহরের বড় বাজারসহ ভালাইপুরে পরিচালিত এ অভিযানে ব্যবসায়ীদের পরিচ্ছন্ন পরিবেশে ইফতার সামগ্রী প্রস্তুত, ন্যায্যমূল্যে পণ্য ক্রয়—বিক্রয়, অবৈধ মজুদ না করা, মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে মেসার্স বিসমিল্লাহ হোটেলের মালিক আবু জাফরকে ৫ হাজার টাকা, মেসার্স জাহাঙ্গীর হোটেলের মালিক হাসমত উল্লাহকে ৩ হাজার টাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত ও অগ্নিনির্বাপক যন্ত্রের মেয়াদ না থাকায় মেসার্স হোটেল আল আমিনের হোটেলের মালিক আবু কাউছারকে ১০ হাজার টাকাসহ মোট ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এ জরিমানা আদায় করেণ। অভিযান পরিচালনায় সহযোগিতা করে ক্যাব সদস্য রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি দল।
সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন,রমজানে বাজারকে সহনীয় পর্যায়ে রাখতে ও ভোক্তাদের অধিকার নিশ্চিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.