মোঃ আসাদুজ্জামান আসাদ।
চুয়াডাঙ্গা প্রতিনিধি:-তিন দিনব্যাপি চুয়াডাঙ্গায় সক্ষম সম্ভাবনাময় প্রতিবন্ধী ব্যাক্তিদের নিয়ে ছাগল পালন ব্যবস্থাপনার ওপর দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার সকাল ১০টায় আবাদ ট্রেনিং সেন্টারে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন। এসময় দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণটি উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সদর উপজেলার নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ইউএসএইড এর অর্থায়নে প্রশিক্ষণটি আয়োজন করেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থা।
উদ্বোধন অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার সমন্বকারী সাইদুর রহমান। এরপর শুরু হয় প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে ছাগল পালন ব্যবস্থাপনার ওপর বিভিন্ন দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ দেন রির্সোস পারসন চুয়াডাঙ্গা সদর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।
প্রশিক্ষণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা সমাজসেবা অফিসার মৌমিতা পারভীন, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার ফিল্ড ফ্যাসিলেটর হামিদুল ইসলাম, আব্দুর রহমান, অফিস সহকারী বিপুল হোসেন ও ভলেন্টিয়ার জান্নাতুল ফেরদৌস, প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার একতা প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার ইউনুস আলী।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.