চুয়াডাঙ্গায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত-২

- আপডেট সময় : ১০:১২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪ ৮৭ বার পড়া হয়েছে

মোঃ আসাদুজ্জামান আসাদ। চুয়াডাঙ্গা প্রতিনিধি:-দামুড়হুদায় ইজিবাইকের ধাক্কায় শিশু ইব্রাহীম নিহত চুয়াডাঙ্গা দামুড়হুদা থানাধীন বিষ্ণুপুর হাই স্কুলের পাশে চুয়াডাঙ্গা মহাসড়কে রাস্তা পারাপারের সময় ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষে আব্দুল বারেক এর শিশুপুএ ইব্রাহীম ১০ গুরুতর আহত হয়।পরবর্তীতে স্থানীয় লোকজন উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ইমার্জেন্সি ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার সংক্ষিপ্ত বিবরণ জানা যায়ঃ-
মোঃ ইমরান খান(৩০) পিতাঃ- মোতালেব হোসেন, সাং- শ্রীবাড়ি, থানাঃ উল্লাপাড়া, জেলাঃসিরাজগঞ্জ আজ০৪.০৪.২৪ তারিখ সময় সকাল ১১.৩০ ঘটিকায় বাইক যোগে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন পুরাতন বাজার এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত হয়।পরবর্তীতে স্থানীয় লোকজন উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ইমার্জেন্সি ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত বলে ঘোষণা করেন।