চুয়াডাঙ্গায় পশুহাটে বেড়েছে অজ্ঞানপার্টির দৌরাত্ম্যে

- আপডেট সময় : ১২:৫৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪ ৬০ বার পড়া হয়েছে

মোঃ আসাদুজ্জামান আসাদ।
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-
চুয়াডাঙ্গার জীবননগরে অজ্ঞান পার্টির অপতৎপরতা যেন থামছেই না। পবিত্র ঈদ-উল-আজহাকে সামনে রেখে এবারও শিয়ালমারী পশু হাটে অজ্ঞান পার্টির সদস্যরা সক্রিয় হয়ে উঠেছে। তাদের প্রধান টার্গেট গরু ব্যবসায়ীরা। অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে খোয়াচ্ছেন নগদ টাকা, অসুস্থ হয়ে যাওয়ার পর তাদের ভর্তি করা হচ্ছে নিকটস্থ হাসপাতালে। কিন্তু কোনোভাবেই অজ্ঞান পার্টির সদস্যদের চিহ্নিত করা যাচ্ছে না। তারা থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে। অজ্ঞান পার্টির সদস্যদের সম্পর্কে গরু ব্যবসায়ীদের সচেতন করতে তেমন কোনো প্রচারণা নেই প্রশাসন ও হাট কর্তৃপক্ষের। গতকাল বৃহস্পতিবারও এ পার্টির খপ্পরে পড়েছেন শমসের আলী (৪৫) নামের এক গরু ব্যাপারী। তিনি আলমডাঙ্গার জোড়াগাছা গ্রামের হারান মন্ডলের ছেলে।
জানা গেছে, শমসের আলী একজন গরু ব্যবসায়ী। গরু কেনার জন্য বাড়ি থেকে শিয়ালমারী পশু হাটের উদ্দেশ্যে রওনা দেন। চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে জীবননগর সড়কে লোকাল বাসে করে তিনি আসছিলেন। পথিমধ্যে তাকে অচেতন করে সটকে পড়ে অজ্ঞান পার্টির সদস্য। অসুস্থ অবস্থায় তাকে শিয়ালমারী পশু হাটে নামিয়ে দিয়ে বাসটি চলে যায়। এ সময় স্থানীয়রা তাকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করান। পরে তার পকেটে থাকা মোবাইল নাম্বারের মাধ্যমে তার স্বজনদের জানালে তারা জীবননগরের হাসপাতাল আসেন। তার অবস্থা উন্নত না হলে বিকালের দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করান। তবে তার নিকট কত টাকা ছিলো তা নির্দিষ্ট করে তার স্বজনেরা জানাতে পারেনি।এর আগে একইভাবে গত ২৩ মে দুপুরে শিয়ালমারী পশুহাটে গরু বিক্রি করে বাসে করে বাড়ি ফেরার সময় অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পড়ে আনুমানিক নগদ ৩ লক্ষ টাকা খুইয়েছেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাকলেদাঁড়ি গ্রামের সানোয়ার হোসেন (৪৫)। তিনি একই গ্রামের ফেলা মণ্ডলের ছেলে। এছাড়া গত ১৬ মে বৃহস্পতিবার শিয়ালমারী পশুহাটে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পড়ে নগদ ৪ লক্ষ টাকা হারিয়েছেন ফরিদপুর সদর থানার বসন্তপুর গ্রামের আবেদ শেখের ছেলে ইউনুস শেখ (৪৫)। গরু ব্যবসায়ী ইউনুস শেখ ফরিদপুর থেকে গরু কেনার উদ্দেশ্যে শিয়ালমারী পশুহাটে পৌঁছানোর পর তিনি হাটের একটি হোটেলে দুপুরের খাবার খান। এরপর অসুস্থ্যবোধ করলে লোকজন তাকে হাটের মসজিদে গিয়ে বিশ্রাম নিতে বলেন। মসজিদে ঘুমিয়ে পড়ার পর ঘুম থেকে উঠে দেখেন তার লুঙ্গির নিচে কোমরে কাপড়ের ব্যাগে থাকা নগদ ৪ লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছে অজ্ঞান পার্টির সদস্যরা।জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান জানান, হাটে নজরদারি বাড়ানো হয়েছে। তবে তারা হাটের বাইরে অঘটন ঘটাচ্ছে। বাসের উপর নজরদারি বাড়ানো জন্য উর্দ্ধতন কর্মকর্তাকে জানানো হয়েছে।